হোটেল কর্মচারীর গায়ে গরম মাড় নিক্ষেপ, অতঃপর...
কুমিল্লার চান্দিনায় সফিউল্লাহ (১৫) নামে এক কিশোর হোটেল কর্মচারীর শরীরে ভাতের মাড় নিক্ষেপের অভিযোগ উঠেছে বাবুর্চি কাশেম মিয়ার বিরুদ্ধে। এতে ওই কিশোরের শরীরের প্রায় ২০ ভাগ ঝলসে যায়। এ ঘটনায় কাশেম মিয়াকে আটক করে পুলিশে দিয়েছেন হোটেল মালিক ও কর্মচারীরা।
রোববার (১১ মে) বিকেলে উপজেলা সদরের পূর্ব বাজারের রনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
সফিউল্লাহ জেলার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামের অলিউল্লাহর ছেলে। অভিযুক্ত কাশেম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা।
হোটেল মালিক সফিকুল ইসলাম জানান, হোটেলের রান্নাঘরে ভাতের মাড় ছাঁকার সময় কর্মচারী সফিউল্লাহর সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে গরম মাড় ঢেলে দেয় বাবুর্চি। তার চিৎকার শুনে আমি গিয়ে দেখি এ ঘটনা। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাবুর্চিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আহত সফিউল্লাহর বাবা অলিউল্লাহ জানান, তিন মাস আগে ছেলেকে চান্দিনার রনি হোটেলে দেই। সে যদি অপরাধ করত হোটেলের মালিক বা আমাকে বলতে পারত বাবুর্চি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার কালবেলাকে জানান, আহতের শরীরের প্রায় ২০ ভাগ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনা শোনার পরপর পুলিশ পাঠিয়ে বাবুর্চিকে হেফাজতে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

5 months ago
61









English (US) ·