হ্যান্ডওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেন ইমরান হাশমি

17 hours ago 5

ইমরান হাশমি তখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু শুধু তার অভিনয়ের ভক্তই নয়-তার ত্বকেরও ভক্ত তৈরি হয়েছে! ৪৬ বছর বয়সী ইমরানকে দেখে তার বয়স বোঝা মুশকিল। সম্প্রতি ‘হক’ সিনেমার শুটিংয়ের সময়ে পরিচালক পর্যন্ত তার ত্বকের উজ্জ্বলতা ও গ্ল্যামারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন।

তবে এক সাক্ষাৎকারে ইমরান জানান, ত্বকের যত্নের জন্য তিনি প্রকৃতপক্ষে কিছুই করেন না। এমনকি মাঝে মাঝে হ্যান্ড ওয়াশ দিয়েই মুখ ধুয়ে ফেলেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন-হ্যান্ড ওয়াশ!

ইমরান বরং ত্বকের প্রতি যত্নবান হওয়ার কথা স্বীকার করেন। কারণ তার পেশা এমন যে দেখতে কেমন লাগছে, সেটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তবে তিনি কখনো ভাবেননি যে তাকে ত্বকের বিষয়ে প্রশ্ন করা হবে। কিন্তু ‘হক’- এর শুটিংয়ের সময় তিনি দেখলেন পরিচালক নায়িকাকে ছেড়ে তার ত্বকের গ্ল্যামার নিয়ে এতটাই ব্যস্ত, যে সত্যিই অবাক হওয়ার মতো দৃশ্য তৈরি হয়েছিল।

পরিচালকের প্রশ্ন করে বসেন, ‘তুমি তোমার ত্বকের জন্য কী করো?’- এর উত্তরে ইমরান জানান, মাঝে মাঝে মেকআপও ভালোভাবে পরিষ্কার করা হয় না এবং কখনো কখনো হ্যান্ডওয়াশ দিয়েই মুখ ধুয়ে ফেলেন। তার কাছে ত্বকের যত্ন বলতে মূলত মুখে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা। এছাড়া তার চোখের নিচের অংশেই মেকাআপ করার প্রয়োজন পড়ে।

হ্যান্ডওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেন ইমরান হাশমি

অভিনেতা পরে জানান, তার প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের পেছনে শুধু হালকা যত্ন নয় বরং তার ডায়েট, নিয়মিত ওয়ার্কআউট, যে ধরনের মাছ তিনি খান এবং যে পরিপূরক গ্রহণ করেন। এই সব মিলিয়ে তার ত্বক সবসময় সতেজ দীপ্তিময় এবং স্বাস্থ্যবান দেখায়।

পুরুষদের কেন ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন
তবে মনে রাখতে হবে, হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধোলে ত্বকে ক্ষতি হতে পারে। পুরুষদেরও তাদের ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। সাধারণত পুরুষদের ত্বক বেশি তৈলাক্ত হয় এবং রন্ধ্রপথ বন্ধ হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। যেহেতু অনেকের মুখে দাড়ি ও গোঁফ থাকে, তাই ব্যাকটেরিয়া সংক্রমণের সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে ধীরে ধীরে অনেক পুরুষ ত্বকের যত্ন নিয়ে সচেতন হয়ে উঠছেন এবং বুঝতে শুরু করেছেন, সুন্দর ও স্বাস্থ্যবান ত্বক রাখা পুরুষদের জন্যও গুরুত্বপূর্ণ।

যেভাবে ত্বকের যত্ন নেবেন
১. ত্বককে সতেজ রাখতে এবং নোংরা বা অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে, পুরুষদের সাবানের পরিবর্তে ফেসওয়াশ ব্যবহার করা উচিত। দিনে অন্তত দুই বার ভালোভাবে মুখ ধোয়ার অভ্যাস ত্বককে পরিষ্কার ও স্বাস্থ্যবান রাখে।

হ্যান্ডওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেন ইমরান হাশমি

২. ত্বকের সতেজতা বজায় রাখতে সপ্তাহে কয়েকবার স্ক্রাবিং করা জরুরি। এটি মৃতকোষ দূর করতে সাহায্য করে। না হলে মৃতকোষ জমে গিয়ে ত্বকে ব্রণ বা ফুস্কুড়ির মতো সমস্যা সৃষ্টি করতে পারে, যা দাড়ি কাটার সময় আরও ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত স্ক্রাবিং ত্বককে মসৃণ রাখে এবং দাড়ি শেভ করার সময়ে সমস্যা কমায়।

৩. সাধারণত ত্বক শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গে নানা সমস্যা বাড়তে থাকে। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে না, বরং বয়সের ছাপও কম দেখা দেয়। ময়েশ্চারাইজার ব্যবহারের সবচেয়ে ভালো সময় হলো গোসল বা শেভ করার পর।

৪. রোদের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে বাইরে বেরোলেই সানস্ক্রিন করতে হবে। ব্রড-স্পেকট্রাম, ওয়াটার-রেজিস্ট্যান্ট, এসপিএফ থারটি রয়েছে, এমন সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

আরও পড়ুন
জোহরান মামদানির রূপার আংটি কি শুধুই ফ্যাশন
রোমান্সের রাজা থেকে টাইমলেস ট্রেন্ডসেটার শাহরুখ খান

এসএকেওয়াই/জেআইএম

Read Entire Article