১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ আজ

6 hours ago 7

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র আজ। রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে।

সঞ্চয়মুখী মানসিকতা গড়ে তোলার জন্য সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে। এটি এমন একটি বন্ড, যা বছরের যে কোনো সময় কেনা ও ভাঙানো যায়। এর ১২১তম ড্র আজ।

প্রাইজবন্ডের পুরস্কার কাঠামো অনুযায়ী—

প্রথম পুরস্কার: ৬ লাখ টাকা

দ্বিতীয় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা

তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা

চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা

পঞ্চম পুরস্কার: ১০ হাজার টাকা

প্রতিটি ঘোষিত সংখ্যার একই সিরিজের বন্ডধারীরাও সমান পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হন।

ড্রয়ের তারিখ থেকে ৬০ দিন আগে পর্যন্ত বিক্রিত প্রাইজবন্ডগুলো ওই ড্রয়ের আওতায় আসে (বিক্রির দিন গণনা করে, ড্রয়ের দিন বাদ দিয়ে)। আয়কর আইন ২০২৩-এর ধারা ১১৮ অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০% হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।

উল্লেখ্য, বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। নির্ধারিত তারিখে কোনো সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

Read Entire Article