১০০ বন্দি স্থানান্তরের মাধ্যমে খুলনার নতুন কারাগারের যাত্রা শুরু

15 hours ago 4

উদ্বোধনের পর সশ্রম এবং বিনাশ্রম সাজাপ্রাপ্ত ১০০ বন্দি স্থানান্তরের মাধ্যমে শুরু হলো খুলনার নতুন কারাগারের কার্যক্রম। শনিবার (১ নভেম্বর) সকালে বন্দি স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান।

তিনি জানান, পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে বন্দি স্থানান্তরের সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট, পুলিশ এবং র‌্যাব-৬ এর সশস্ত্র পাহারা ছিল।

১০০ বন্দি স্থানান্তরের মাধ্যমে খুলনার নতুন কারাগারের যাত্রা শুরু

খুলনা কারা সূত্রে জানা যায়, খুলনা জেলা পুরাতন কারাগার হইতে সশ্রম ৪৫ জন ও বিনাশ্রম ৫৫ জন মোট ১০০ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদিকে হরিণটানা থানাধীন চকআহসানখালী এলাকায় নবনির্মিত খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর কন্টিনজেন্ট, পুলিশ, র‌্যাব-৬ এর সশস্ত্র পাহারায় তিনটি প্রিজন ভ্যানে করে বন্দিদের পাঠানো হয়।

আরিফুর রহমান/কেএইচকে/এমএস

Read Entire Article