আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় মনোনয়নের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। তালিকা বিশ্লেষণে প্রাথমিকভাবে দেখা গেছে, ১১৪ আসনে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ধানের শীষের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সেখানে সাড়ে তিন ঘণ্টার স্থায়ী কমিটির সভায় তা চূড়ান্ত করা হয়। ওই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীতদের মধ্যে সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে ভোটের মাঠে লড়বেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী।
বর্তমানে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, একজন সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। অতীতে সর্বোচ্চ ৫ আসনে নির্বাচন করার নিয়ম ছিল। তখনো খালেদা ছিলেন অপরাজেয়। এখন পর্যন্ত কোনো আসনেই তার হারের কোনো নজির নেই।
আরও পড়ুন : বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ
এদিকে এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে এবার ভোটের মাঠে লড়বেন।
বগুড়া-৬ হলো জাতীয় সংসদের ৪১ নম্বর আসন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে অংশ নেন। সবগুলো আসনে থেকে জয়ী হওয়ার পরও তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। ফলে পরে বাকি দুই আসনে উপনির্বাচন হয়। এবার বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন তারই বড় ছেলে তারেক রহমান।
খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই বগুড়া থেকে দলের প্রার্থী হওয়ায় জেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।
আরও পড়ুন : মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

1 day ago
10









English (US) ·