কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ইঞ্চির একটি কলাগাছে ৭টি মোচা (মোখজ) ধরেছে। ছোট্ট একটা গাছে এতগুলো মোচা ধরায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলার এই মোচা একনজর দেখতে শত শত মানুষ ভিড় করছেন।
শনিবার (১৭ মে) দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এত মোচা দেখে চিৎকার দিয়ে উঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কলাগাছের মোচা দেখতে ভিড় জমতে থাকে।
এলাকাবাসীরা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদূরে উত্তর দিকে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলাগাছে ৭টি মোাচা (মোখজ) বের হয়।
সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায় (৫২) বলেন, এত ছোট কলাগাছে ৭টি মোখজ ওয়ালা গাছ কখনো দেখেনি। এই প্রথম আমার জীবনে দেখা। স্থানীয় আরেক বাসিন্দা সেকেন্দার আলী বলেন, এটা গজবের লক্ষণ।
এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এ জন্য হয়তো এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ।

5 months ago
18








English (US) ·