‘২’ সংখ্যা মুছে চসিকে ৪০ কোটি টাকার কর জালিয়াতি

2 weeks ago 19

জালিয়াতির মাধ্যমে পৌরকর কমিয়ে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতিসাধনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চসিক রাজস্ব সার্কেল-৮ এর কতিপয় অসাধু কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের পৌরকর কমানোর অভিযোগ অনুসন্ধানে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বরাত দিয়ে দুদক জানায়, ইছহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকনট্রেড লিমিটেড নামীয় দুটি প্রতিষ্ঠানের যথাক্রমে ২৬ কোটি ৩৮ লাখ ও ২৫ কোটি ৬৭ লাখ টাকার নির্ধারিত পৌরকরের হিসাবে জালিয়াতির মাধ্যমে ‘২’ সংখ্যাগুলো মুছে দিয়ে যথাক্রমে ৬ কোটি ৩৮ লাখ ও ৫ কোটি ৬৭ লাখ টাকা উপস্থাপন করা হয়েছে।

অভিযানের সময় প্রাপ্ত চসিকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন পর্যালোচনায়ও ওই জালিয়াতির ঘটনার সত্যতা রয়েছে বলে টিম নিশ্চিত হয়েছে।

দুদক এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্নীতিমূলক এসব কর্মকাণ্ডে প্রাথমিকভাবে রাজস্ব সার্কেল-৮ এর কর কর্মকর্তা ও উপকর কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও আলামতগুলো জব্দ করা হয়েছে।

রেকর্ডপত্রগুলো পূর্ণাঙ্গরূপে যাচাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এসএম/এমকেআর/জিকেএস

Read Entire Article