২০ বছর পর ট্রেনে চড়ে সমালোচনার মুখে কৌশানি

4 days ago 9

বিনোদন জগতের তারকা মানেই আভিজাত্য, বিলাসিতা—এমনটাই ভাবেন অনেকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই ধারণায় এসেছে বড় পরিবর্তন। সিনেমা ও সিরিজের প্রচারণায় এখন প্রায়ই দেখা যায় টালিউড তারকাদের সাধারণ ট্রেন বা বাসে যাত্রা করতে। দর্শকও ধীরে ধীরে এই দৃশ্যের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন।

তবু, টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি যখন বন্দে ভারত ট্রেনে চড়লেন, তখনই শুরু হলো তুমুল আলোচনা ও সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়— একেবারে সাধারণ পোশাকে প্ল্যাটফর্মে হাঁটছেন কৌশানি। সাংবাদিকরা যখন জানতে চান, ট্রেনে চড়ে তার অনুভূতি কেমন, তখন তিনি বলেন, ‘প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে উঠেছিলাম, আবার এখন উঠছি। সত্যিই একেবারে আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’

এই মন্তব্যের পরই নেটিজেনদের প্রতিক্রিয়া ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। একজন লিখেছেন, ‘শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন আপনার বয়স কত ছিল তাহলে?’ আরেকজন কটাক্ষ করে বলেন, ‘এখন নতুন নাটক শুরু হয়েছে বুঝি?’ কেউ আবার মজার ছলে জানতে চেয়েছেন, ‘সবাই মিলে মালদহ যাচ্ছেন নাকি?’

তবে সমালোচনার মাঝেও অনেক ভক্ত কৌশানির পক্ষে কথা বলেছেন। তাদের মতে, একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও সাধারণ মানুষের মতো ট্রেনে ভ্রমণ করা—এটাই ইতিবাচক দৃষ্টান্ত।

Read Entire Article