২২ মাদরাসায় গেলো সৌদি‌ সরকারের পাঠানো কোরবানির মাংস

1 week ago 24

পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বর এসব মাংস বিতরণ করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও সাজিয়া শাহনাজ তমা জানান, এ বছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে, যা এতিমখানার তুলনায় খুবই অপ্রতুল। উপজেলার ২০টি এতিমখানা, একটি মহিলা মাদরাসা, একটি আলিয়া মাদরাসা ও শিশু নিকেতনসহ সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মোট ২৫ কার্টন মাংস বিতরণ করা হয়েছে।

মো. তরিকুল ইসলাম/এমএন/এমএস

Read Entire Article