বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সে হিসাবে ইশরাককে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ালে আদালত অবমাননার আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, শপথ না পড়াতে রিট আবেদন করা হয়েছিল। সেটি খারিজ হয়ে যাওয়ার পর এখন ২৪ ঘণ্টার মধ্যে শপথ না দিলে আদালত অবমাননার আবেদন করা হবে।
এর আগে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন
- রিট খারিজের বিরুদ্ধে আপিল করা হবে: রিটকারী আইনজীবী
- রিট খারিজ, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, হাইকোর্ট বলেছেন এ মামলাটা এসেছে ট্রাইব্যুনাল (নির্বাচনী ট্রাইব্যুনাল) থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন (ট্রাইব্যুনালে মামলার বিবাদী হিসেবে), তিনি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে পারেন। ট্রাইব্যুনালের সেই রায় কেউ চ্যালেঞ্জ করেনি। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট করেছে। গেজেট অনুসারে শপথ হবে।
তিনি বলেন, চ্যালেঞ্জ করতে হলে আপিল ট্রাইব্যুনালে যেতে হবে। সেখানে কেউ যাননি। তার (রিটকারী) মামলা করার অধিকার নেই, তা নিয়ে (আদালত) বড় অবজারভেশন দিয়েছেন। জনস্বার্থে যে কেউ মামলা করতে পারেন। তবে সেটা ভিন্ন। যেমন পরিবেশ, মানবাধিকার, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে। এগুলো জনস্বার্থের মামলা। এটা (রিট) জনস্বার্থের মামলা না। তিনি (রিটকারী) ঢাকা সিটির ভোটার হিসেবে সমাজসেবা দেখাতে পারেনি বা তিনি যে ভোটার হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটাও দেখাতে পারেননি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালত অবজারভেশন দিয়ে রিট খারিজ করেছেন। ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। আগামী ২৬ মে’র মধ্যে শপথ দিতে হবে। একটা মহল শপথ নিতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেটা ব্যর্থ হয়েছে। যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে।
এফএইচ/বিএ/এমএস

5 months ago
15









English (US) ·