আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বাঞ্চলের যেসব যাত্রী ৩ জুন যারা ভ্রমণ করতে চান তাদের জন্য শনিবার টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এই তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, ৩ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩২ হাজার ৮৪১টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে৷ এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৩ টি ট্রেনে ১৬ হাজার ৭৬টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২০ টি ট্রেনে ১৬ হাজার ৭৬৫টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত ১৫ হাজার ৬৫৮টি টিকিট বিক্রি হয়েছে।
আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৩৫৫টি টিকিট। সকাল ৯ টা পর্যন্ত বিক্রি হয়েছে ১৯ হাজার ৮৬৭টি টিকিট।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে ও ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।
ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।
এনএস/এএমএ/এএসএম

5 months ago
83









English (US) ·