পেশাদার লিগ চালু হওয়ার আগে ঘরোয়া ফুটবলের শীর্ষ আসর ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। পিডব্লিউডি এই লিগে সর্বশেষ খেলেছে ১৯৯৪ সালে। দীর্ঘ সময় পর আবার শীর্ষ লিগে সরকারী এই প্রতিষ্ঠানের ফুটবল দলটি।
চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দল উঠবে প্রিমিয়ার লিগে। পিডব্লিউডি তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ারে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৭, সমান ম্যাচে আরামবাগের ৩৩ ও সিটি ক্লাবের ২৭ পয়েন্ট। লিগে ম্যাচ বাকি রয়েছে তিনটি। শেষ তিন ম্যাচ হারলেও পিডব্লিউডি’র দ্বিতীয় স্থান নিশ্চিত থাকছে।
চ্যাম্পিয়ন হোক বা রানার্সআপ, সেটা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার প্রথম যোগ্যতা। এরপর এএফসি লাইসেন্সিংসহ আরো বাফুফের আরো কিছু শর্ত পূরণ করতে পারলেই ২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট পাবে।
পিডব্লিউডি স্পোর্টস ক্লাব সোমবার লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েই সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে। দেশের ঘরোয়া খেলাধুলায় যখন অগ্রণী ব্যাংক, বিজি প্রেস, সোনালী ব্যাংক, বিজেএমসির মত পুরনো দলগুলোর অস্তিত্ব বিলীন হতে বসেছে, সেখানে উজ্জ্বল ব্যতিক্রম পিডব্লিউডি।
বিগত সময়ে অনেক দলই চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে উঠে খেলেনি। কারণ প্রিমিয়ারে দল গড়তে ন্যূনতম ৩-৪ কোটি টাকা ব্যয় হয় পাশাপাশি সারা বছর খেলতে ও ক্যাম্প পরিচালনায় আরো কোটির উপর ব্যয়। পিডব্লিউডি সরকারি প্রতিষ্ঠান বলেই অর্থ সংকটে হারিয়ে যাওয়ার সংশয় সেভাবে থাকবে না হয়তো।
আরআই/আইএইচএস/

5 months ago
29









English (US) ·