৩৪ দলের হয়ে মাঠ মাতানো তারকা ক্রিকেটারকে দলে নিল সিলেট

2 hours ago 4
টি-টোয়েন্টি  ক্রিকেটে বিশ্বের সেরা সব লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে খেলা হয়নি আইপিএল। সেটি ছাড়া বিপিএল, পিএসএল, সিপিএল মাতানো তারকা পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। বিদেশি ক্রিকেটার হিসেবে সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকে নিজেদের করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের খ্যাতি দীর্ঘদিন ধরেই। ৩৪৮ ম্যাচ খেলা এই পাক পেসার এখন পর্যন্ত শিকার করেছেন ৪০৯ উইকেট। বিপিএলে এর আগে চিটাগং ভাইকিংস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের দলে ছিলেন তিনি। এবারও সিলেট দলে থাকলেও খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে। অন্যান্য দলগুলোও ক্রিকেটারদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। গত আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও বর্তমানের আলোচিত ব্যাটার সাইফ হাসানকে। সিলেট টাইটান্স সিলেটেরই ছেলে নাসুমের সঙ্গে দলে নিয়েছে টাইগার অলরাউন্ডার মিরাজকে। আরেক অলরাউন্ডার শেখ মাহেদী ও স্পিনার তানভীরকে দেখা যাবে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
Read Entire Article