ক্রিশ্চিয়ানো রোনালদো—যার নাম মানেই অদম্য ফিটনেস, অদ্বিতীয় শৃঙ্খলা আর অবিশ্বাস্য দীর্ঘায়ু ক্যারিয়ার। ৪০ বছর বয়সেও মাঠে আগের মতো তেজে দৌড়ানো এই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ফ্রেজার ক্যাম্পবেল বললেন এমন কথা, যা রোনালদো ভক্তদের রীতিমতো রোমাঞ্চিত করেছে—‘এই মানুষটা চাইলে ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে পারবেন!’
গোল.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাম্পবেল রোনালদোকে বর্ণনা করেছেন ‘অসাধারণ এক স্পেসিমেন’ হিসেবে। তার ভাষায়,
‘রোনালদোর শরীরের গঠন, পেশাদারিত্ব আর মানসিক দৃঢ়তা এতটাই অসাধারণ যে, সাধারণ খেলোয়াড়দের মতো তার শরীর ভেঙে পড়বে না। যদি সে চায়, আরও তিন, চার, এমনকি পাঁচ বছর অনায়াসেই খেলতে পারবে।’
রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের আল-নাসর ক্লাবের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ। মানে অন্তত ৪৩ বছর বয়স পর্যন্ত তাকে মাঠে দেখা যাবে নিশ্চিতভাবেই। তবে তার লক্ষ্য আরও বড়—ক্যারিয়ারে ১,০০০ গোল স্পর্শ করা, এবং সম্ভব হলে নিজের ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলে খেলা। রোনালদো সম্প্রতি মজা করে বলেছেন, ‘আমার মধ্যে এখনো ১০ বছর বাকি।’
ফ্রেজার ক্যাম্পবেলের কাছে রোনালদোর এই লক্ষ্য অবিশ্বাস্য হলেও অসম্ভব নয়।
‘আমার নিজের ক্যারিয়ারে হয়তো আমি ১,০০০ ম্যাচই খেলিনি! অথচ রোনালদো ১,০০০ গোলের সামনে দাঁড়িয়ে। এটা মাথায় নেওয়াই কঠিন, কিন্তু এটাই তো তাকে রোনালদো বানিয়েছে—অদম্য পরিশ্রম, নিবেদন আর প্রতিভার নিখুঁত মিশেল।’

2 hours ago
5








English (US) ·