৫০ হাজার টাকার বেশি হলে ব্যাংকের মাধ্যমে দিতে হবে

2 weeks ago 16

রাজনৈতিক দলকে দান, অনুদান বা চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা বা তার বেশি অর্থ প্রদান করলে তা অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। একই সঙ্গে দানকারী ব্যক্তির ট্যাক্স রিটার্ন জমা থাকতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক দলকে টাকা-পয়সা দেবেন, দান, অনুদান বা চাঁদা-যেভাবেই হোক না কেন, ৫০ হাজার টাকা বা তার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। যিনি দেবেন তার ট্যাক্স রিটার্নও জমা থাকতে হবে।

আরও পড়ুন
পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না: আইন উপদেষ্টা 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় যুক্ত সেনা, নৌ ও বিমানবাহিনী 

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ–২০২৫’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে এই নতুন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

আশা করা হচ্ছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলোর অর্থায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে।

এমইউ/এসএনআর/জিকেএস

Read Entire Article