অন্য দলের সঙ্গেও সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার ইঙ্গিত জামায়াতের
রাজনীতি
সমকাল প্রতিবেদক 2025-11-05ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দল ছাড়া অন্য দলগুলোর সঙ্গেও সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন ইঙ্গিত দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এনসিপি একটি দলের কাছে ২০টি আসন চেয়েছে, জামায়াতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছি। আমরা জোট করবো না। তবে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবো। অর্থাৎ এক দল প্রার্থী দিলে কোনো আসনে অন্য দল দেবে না।
ইসলামী দলগুলোর বাইরে এনসিপির সঙ্গে আপনাদের কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইসলামী দলগুলোর বাইরে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। আমাদের এখানে দলের সংখ্যা আরও বাড়তে পারে।
হামিদুর রহমান আযাদ বলেন, আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার কাছে গণভোট জাতীয় নির্বাচনের আগেই করার জন্য স্মারকলিপি দেব। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে, সে সিদ্ধান্তও আমরা মেনে নেব। বর্তমানে আমরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছি। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তপশিলের পর সিদ্ধান্ত হবে।
© Samakal
10 hours ago
2









English (US) ·