অস্ট্রেলিয়ার অ্যাসেজ দলে ওয়েদারাল্ড, ফিরলেন লাবুশানে
খেলা
স্পোর্টস ডেস্ক 2025-11-05ঘরের মাঠে ১৯ নভেম্বর থেকে অ্যাসেজ সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে চমক দিয়ে দল ঘোষণা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক জর্জ বেইলি। তরুণ ওপেনার স্যাম কনসটাসকে বাদ দেওয়া হয়েছে। প্রথমবার সুযোগ পেয়েছেন ৩১ বছর বয়সী ওপেনার জ্যাক ওয়েদারাল্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিলেন না ব্যাটার মার্নাস লাবুশানে। তাকে অ্যাসেজের দলে ফেরানো হয়েছে। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে না পারায় অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে। ছোট খাটো ইনজুরি থাকলেও উসমান খাজা আছেন ১৪ জনের দলে। ম্যাচ খেলতেও বাধা নেই বলে জানিয়েছেন বেইলি।
ওয়েদারাল্ড গত ১৪ মাস ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলেছেন। ৫৩.৫০ গড়ে তিনি ১৩৯১ রান করেছেন। তার মতো ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে অ্যাসেজের দলে ফিরেছেন লাবুশানে। সর্বশেষ সিরিজে লাবুশানের জায়গায় ব্যাটিং করেছিলেন ক্যামেরুন গ্রিন। এবার একাদশে থাকবেন কে, ব্যাটিং অর্ডার হবে কেমন এমন প্রশ্নে নির্বাচক বেইলি বলেন, ‘সে (মার্নাস) তিনে ব্যাটিং করতে পারে, আবার ওপেনিংয়েও খেলতে পারে। এটা পরে দেখা যাবে।’
গ্রিনের মতো অলরাউন্ডার কোঠায় দলে আছেন বাও ওবেস্টার। তাদের মধ্যে একাদশে থাকবেন কে, তা এখনো নিশ্চিত নয়। বেইলির মতে, অপশন থাকা বড় সুবিধা। এছাড়া পেস অলরাউন্ডারদের জন্য শারীরিক পরীক্ষাও হবে। এই দল থেকে একাদশ গড়তে বেশ কিছু অপশন রয়েছে। তবে এখনই একাদশ ঠিক করে ফেলার তাড়াহুড়ো নেই। এমনকি এই দল ঘোষণা নিয়েও তাড়াহুড়ো ছিল না।
অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দল: স্টিভ স্মিথ, শেন অ্যাবোট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরুন গ্রিন, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিশেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বাও ওয়েবস্টার।
© Samakal
10 hours ago
2









English (US) ·