আইএফআইসির সাবেক এমডি শাহ আলমকে ৫ কোটি টাকা জরিমানা

1 day ago 2
আইএফআইসির সাবেক এমডি শাহ আলমকে ৫ কোটি টাকা জরিমানা

আইএফআইসির সাবেক এমডি শাহ আলমকে ৫ কোটি টাকা জরিমানা

অর্থনীতি

সমকাল প্রতিবেদক 2025-11-05

আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অন্য প্রতিষ্ঠানের বন্ডকে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার দায়ে এ জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএফআইসি গ্রান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড নামে শ্রীপুর টাউনশিপ নামের কোম্পানি দেড় হাজার কোটি টাকার বন্ড ইস্যু করেছে। এ বন্ডের জামিনদার (গ্যারান্টর) ছিল আইএফআইসি ব্যাংক এবং পরামর্শক ও ব্যবস্থাপনাকারী হিসেবে দায়িত্ব পালন করে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান আইএফআইসি ইনভেস্টমেন্ট। অথচ এই বন্ডের বিজ্ঞাপন প্রচার হয়েছে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে। এভাবে বিনিয়োগকারীদের প্রতারিত করে বিনিয়োগ আকৃষ্ট করা হয়। গত ৩০ জুলাই এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে বন্ডটি ইস্যুর সময় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী শাহ আলম সরওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে।

বাজার সংক্ষেপ
এদিকে টানা তৃতীয় দিনে দর পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির শেয়ারের মধ্যে মাত্র ৫০টির দর বেড়েছে, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত থেকেছে ৫০টির দর। মিউচুয়াল ফান্ড খাতেও ছিল নিম্নমুখী ধারা। অধিকাংশ শেয়ার দর হারানোয় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৪২ পয়েন্ট হারিয়ে ৫০১৯ পয়েন্টে নেমেছে। এ নিয়ে সর্বশেষ তিন কর্মদিবসে সূচকটি ১০৩ পয়েন্ট হারাল।

© Samakal
Read Entire Article