আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যৌথ উদ্যোগে শহরের কোর্ট মসজিদ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। এসময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা পলাশ মাহমুদ, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোনের আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখপাত্র রাশেদা বেগম প্রমুখ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম

                        5 months ago
                        141
                    








                        English (US)  ·