বাবা হলেন ক্রিস ইভান্স

1 day ago 11

হলিউডের জনপ্রিয় তারকা ও ‘ক্যাপ্টেন আমেরিকা’খ্যাত অভিনেতা ক্রিস ইভান্স বাবা হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকা এবং বর্তমান স্ত্রী আলবা ব্যাপটিস্টারের কোলে এসেছে প্রথম সন্তান।

হলিউডভিত্তিক গণমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে জানা গেছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্ম নেয় তাদের প্রথম সন্তান— কন্যাশিশু। মেয়ের নাম রাখা হয়েছে ‘আলমা গ্রেস’। যদিও এখন পর্যন্ত সন্তান জন্মের খবরটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ক্রিস বা আলবা।

আশ্চর্যের বিষয়, তারা শুধু সন্তান জন্মের খবরই নয়, আলবার গর্ভধারণের বিষয়টি পুরোপুরি গোপন রেখেছিলেন। ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয় কয়েক মাস আগে, যখন এক ফ্যান পেজ ফাদার্স ডে উপলক্ষে ক্রিসকে শুভেচ্ছা জানায়। এরপর আলবার বাবার একটি মন্তব্য ভাইরাল হয়—‘ধন্যবাদ প্রিয় ক্রিস, এবার তোমার পালা’—যা থেকেই ভক্তরা অনুমান করেন, দম্পতিটি শিগগিরই সন্তান প্রত্যাশা করছেন।

ক্রিস ও আলবা ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেপ কডে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করেন। বহুদিনের প্রেমের সম্পর্কের পর তারা গাঁটছড়া বাঁধেন। বিয়ের আগে ৯ মাস আগে তারা ইনস্টাগ্রামে সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন, যা তাদের ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছিল।

অভিনয় জীবনে ক্রিস ইভান্স সম্প্রতি ‘ম্যাটেরিয়ালিস্টস’ নামের একটি রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছেন, যেখানে তার সহশিল্পী ছিলেন ডাকোটা জনসন ও পেদ্রো পাসকাল। পাশাপাশি শোনা যাচ্ছে, তিনি আবারও মার্ভেল ইউনিভার্সে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ছবির মাধ্যমে ফিরতে পারেন, যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে, পর্তুগিজ অভিনেত্রী আলবা ব্যাপটিস্টা ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডারলাইন’ নামের কমেডি থ্রিলার ছবিতে অভিনয় করেছেন। শিগগিরই তাকে ‘মাদার মেরি’ ও ‘ভলট্রন’ নামের দুটি ছবিতেও দেখা যাবে।

Read Entire Article