আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি

5 months ago 41

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ মে) ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। 

তিনি লেখেন, চিঠিটা ডাকপিওন গতকাল (শুক্রবার) বড়ো ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি৷ 

আখতার লেখেন, বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইন শা আল্লাহ। আল্লাহ ভরসা।

Read Entire Article