‘আগামী বছরের জুনের পর এক ঘণ্টাও ক্ষমতায় থাকবেন না ড. ইউনূস’

5 months ago 18

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে, যদি সবাই মিলে সহযোগিতা করি, তাহলে তিনি দেশ ও জাতিকে একটি গন্তব্যে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করবেন।

তিনি বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) আমাদের কঠোরভাবে জানিয়েছেন—২০২৬ সালের ৩০ জুনের পর এক ঘণ্টাও তিনি ক্ষমতায় থাকবেন না। এর আগেই নির্বাচন সম্পন্ন করবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান দেশ ও আন্তর্জাতিক মহলের কাছে।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে তিনটি বিষয় গুরুত্ব দিয়ে বলেছি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, সংস্কার নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এটি একটি অনিশ্চিত পথে হাঁটা। তাই আমরা চাই সুনির্দিষ্ট লক্ষণ বা পদক্ষেপ নির্ধারণ।

শাপলা চত্বর ও অন্য হত্যাকাণ্ডগুলোর বিচার নিয়ে তিনি বলেন, শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত সব হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দৃশ্যমান হোক—এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, খুব শিগগির এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে এবং একটি-দুটি হলেও বিচার দৃশ্যমান হবে।

রাজনৈতিক আলোচনা ও করিডোর ইস্যু নিয়ে তিনি বলেন, খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়, করিডর বিষয়ে আমরা উদ্বেগ জানালে তিনি জানিয়েছেন, দেশবিরোধী কোনো কার্যক্রম তার দ্বারা সংঘটিত হবে না। যেকোনো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

নারী সংস্কার কমিশন ও নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশন নিয়ে আমাদের উদ্বেগের কথাও জানানো হয়েছে। এ বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন—কোনো বিতর্কিত ইসলামবিরোধী আইন বাংলাদেশে কার্যকর হবে না।

নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, নির্বাচন নিয়ে যেন বিভ্রান্তি না থাকে। সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হোক। উত্তরে তিনি বলেছেন—২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিতে চেয়ে প্রধান উপদেষ্টা আমাদের সহযোগিতা কামনা করেছেন।

এএএম/এমকেআর/জিকেএস

Read Entire Article