হাসপাতালে একজন নার্সের গুরুত্ব যে কতখানি তা হাসপাতালে ভর্তি রোগীদের থেকে ভালো আর কে বোঝেন। চিকিৎসকের ওষুধ থাকলেও যাদের সেবা ছাড়া একজনের সুস্থ হওয়া কঠিন, তিনিই হচ্ছেন নার্স। তাদের সম্মান জানাতেই প্রতি বছর ১২ মে বিশ্বজুড়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস।
কিন্তু কীভাবে শুরু এই দিবসটির? কী রয়েছে দিনটির নেপথ্যে?
আন্তর্জাতিক নার্স দিবসের ইতিহাস
১৯৫৩ সালে আন্তর্জাতিক নার্স কাউন্সিলে (ICN) নার্সদের স্বীকৃতির জন্য একটি বার্ষিক দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটাই ছিল প্রথম প্রস্তাব। তবে এই প্রস্তাব শেষমেশ স্বীকৃতি পেয়েছিল ১৯৭৪ সালের ১২ মে। এই দিন ১২ মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে মনোনীত করা হয়।
ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিনে
আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিনে। ফ্লোরেন্স নাইটিঙ্গল ক্রিমিয়ান যুদ্ধের সময় স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনেছিলেন। তার সেই অবদানকে স্মরণ করে তার জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।
আন্তর্জাতিক নার্স দিবসের গুরুত্ব
চিকিৎসকদের পাশাপাশি যারা রোগীকে সুস্থ করার জন্য নিরলস পরিশ্রম করেন, তারাই হলেন নার্স। তাদের আন্তরিকতা ও যত্নে একজন রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সময়মত খাওয়ানো, ওষুধ খাওয়ানো থেকে ইনজেকশন দেওয়া, রোগীর স্বাস্থ্যের খেয়াল রাখাসহ দিনভর কতইনা দায়িত্ব পালন করতে হয় তাদের। নার্সদের এই গুরুত্ব সবার সামনে তুলে ধরতেই আন্তর্জাতিক নার্স দিবসের উত্থান।
আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
জাতিসংঘের বিভিন্ন দেশ এই দিবসটিতে নার্সদের উপহার বিতরণ, অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জ্ঞাপন করে থাকেন। এছাড়াও, জনসচেতনতামূলক প্রচারণা এবং শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে নার্সদের অবদানকে স্মরণ করা হয়। 

                        5 months ago
                        86
                    








                        English (US)  ·