আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

1 day ago 13
আন্তর্জাতিক ফুটবলে নিরপেক্ষ ভেন্যুর স্বীকৃতি পেয়েও সেটা হারাল বাংলাদেশ—ঢাকায় হচ্ছে না আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এ দ্বৈরথ ঢাকায় না হওয়ায় বাতিল হলো বাংলাদেশ-আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচও। বিকল্প হিসেবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল। ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। একই দিন ঢাকায় ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান-মিয়ানমারের। সবকিছু চূড়ান্ত হওয়ার পরও ঢাকার নিরপেক্ষ ভেন্যুতে এ ম্যাচ না হওয়ার কারণ মিয়ানমারের আপত্তি। দেশটি বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। তাতে ঢাকার পরিবর্তে বিকল্প ভেন্যুতে এ ম্যাচ খেলবে আফগানিস্তান—বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এমনটাই জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাফুফে কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলছিলেন, ‘আফগানিস্তান জানিয়েছে, তারা বাংলাদেশে খেলতে আসবে না। কারণ, মিয়ানমার বাংলাদেশে এসে ম্যাচটি খেলতে অসম্মতি জানিয়েছে।’ মিয়ানমার ম্যাচের জন্য ঢাকায় আসার পর দেশটির সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারতের বিপক্ষে দ্বৈরথের প্রস্তুতি হিসেবে এ ম্যাচ খেলার কথা ছিল। বিকল্প হিসেবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। এ প্রসঙ্গে গোলাম গাউস কালবেলাকে বলেন, ‘১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে নেপাল ঢাকায় আসছে। দেশটির বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত দ্বৈরথের প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ।’ চলতি বছরের ২৫ মার্চ শিলংয়ে দুই দলের গোলশূন্য ড্র ম্যাচের পর এটি হতে যাচ্ছে ভারতের বিপক্ষে দ্বিতীয় দ্বৈরথ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুই দলের মূলপর্বের সম্ভাবনা শেষ হয়ে গেছে। ম্যাচটির স্ট্যাটাস ‘কেবলই আনুষ্ঠানিকতা’। দুই প্রতিবেশীর লড়াই নিয়ে বরাবরই বাড়তি উত্তেজনা কাজ করে। সে দৃষ্টিকোণ থেকে আগ্রহের কেন্দ্রে আছে ভারতের বিপক্ষে এ ম্যাচ। যা ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৩১ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
Read Entire Article