আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : মির্জা ফখরুল

2 hours ago 6

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, `আজকে অনেকে দূর-দূরান্ত থেকে এসেছেন। তাদের একটা আশা সামনে আছে। সেই আশাটা হচ্ছে, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই। যেখানে সব ধর্মের, সব গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।’

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট’র উদ্যোগে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, এ দেশটা আপনার, এই মাটি আপনার। একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময়েও কিন্তু আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি সবাই একসঙ্গে দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদ্দিপ্ত হয়ে আসুন আমরা সবাই এই দেশকে সব মানুষের বসবাস উপযোগী করতে এক হই।’ 

তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির কাছে মতুয়া সম্প্রদায়ের পেশকৃত দাবিসমূহ পড়ে শোনান দলটির মহাসচিব। মতুয়া সম্প্রদায়ের দাবিসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই বিএনপিকে বিজয়ী করি। আপনাদের দাবি-দাওয়া তখনই পূরণ সম্ভব হবে, যখন আপনারা-আমরা আমাদের নেতাকে (তারেক রহমান) রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিতে পারব। আপনারা আজকে কি আমাদেরকে কথা দিচ্ছেন।’

এ সময়ে হিন্দু সম্প্রদায়ের উপস্থিতরা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে বিএনপি মহাসচিব স্লোগান ধরেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’, ‘মতুয়া-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’

Read Entire Article