টালিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ফের আলোচনায়। ভার্সেটাইল অভিনয়ের জন্য দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরিণীতা’ ছবিতে শুভশ্রীর বিপরীতে ‘বাবাই দা’-র চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও দর্শকমনে গেঁথে আছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ৬ নভেম্বর মুক্তি পেয়েছে ঋত্বিক অভিনীত নতুন ছবি ‘রান্নাবাটি’।
প্রতীম ডি গুপ্তার পরিচালনায় নির্মিত এ সিনেমায় ঋত্বীকের বিপরীতে অভিনয় করেছেন সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে।
‘রান্নাবাটি’ সিনেমা দেখে দর্শকমনে প্রশ্নও উঠেছে, সুযোগ পেলেই তার ‘পর্দার মেয়ে’ ইদা দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে? বাস্তবে ঋত্বিকও কী ভাবে এই সামাজিক যোগাযোগমাধ্যমে মগ্ন হয়ে থাকেন?
এদিকে ভারতীয় এক গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয়, ঋত্বিকের কি কাজ কমে গিয়েছে? তাই বিতর্ক ছড়িয়ে খবরে থাকার চেষ্টা?
এ বিষয়ে প্রশ্নের উত্তরে হেসে নিজস্ব ভঙ্গিতে বলেছেন, ‘আমার হাতে কাজ কম না বেশি সেটা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনাদের ওপরে ছেড়ে দিলাম। রইল বাকি বিতর্ক। আমি বিতর্ক ছড়াতে মোটেই সোশ্যাল মিডিয়ায় লিখি না।’
তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে আঁচড় কাটার অধিকার তার আছে। তিনি তাই সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন।
ঋত্বিক আরও বলেন, লেখাতেই শুরু, লেখাতেই আমার ভাবনা শেষ। আমার কোথাও কিছু প্রমাণ করার নেই। সোশ্যাল মিডিয়া আমার কাছে ‘পারফর্ম’ করার জায়গা। সেটাই করি। দেখি, পারি কি না। এর বেশি কিচ্ছু নয়।
এরপর ছবির বিষয়ে কথা বলতে শুরু করেন এই অভিনেতা। অনেক বছর পরে আবার পরিচালক প্রতীম ডি গুপ্ত আর সোহিনী সরকারের সঙ্গে কাজ করে খুশি তিনি। ২০১৭-র পর ২০২৫-এ আবার মাছের ঝোল রান্নার প্রসঙ্গ। সোহিনীর অনুরোধে…, বলতেই মুখের কথা কেড়ে নিলেন এ অভিনেতা।
ঋত্বিক বলে উঠলেন, ‘কথায় আছে, পেট দিয়ে নাকি বাঙালির হৃদয় ছোঁয়া যায়। ভালোমন্দ খাবারে আমরা গলে জল। সেখানে ডাল-ভাত-মাছের ঝোলের প্রসঙ্গ আসবেই।’
তার কথায়, আগের ছবির বিখ্যাত শেফ মায়ের মতো মাছের ঝোল রাঁধতে পারেনি। এই ছবির নায়ক ‘শান্তনু’ রাঁধতেই জানে না। আর বাঙালির কাছে সহজ রান্না মাছের ঝোল।
পরক্ষণেই রসিকতার ঢঙে সতর্কবাণী দিলেন, 'ভালো রান্না যেমন হৃদয় জুড়তে পারে, খারাপ রান্না কিন্তু বিচ্ছেদ ঘটায়।’

5 hours ago
6








English (US) ·