আড়াই কোটি টাকা নিয়ে উধাও সিগারেট কোম্পানির এসআর
সারাদেশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি 2025-11-05নারায়ণগঞ্জের বন্দরে একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) ২৫ জনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা নিয়ে পালিয়েছেন। এ ব্যাপারে পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে পাওনা টাকা আদায়ে ব্যবসায়ীরা দ্বারে দ্বারে ঘুরছেন।
বন্দর উপজেলার ফরাজিকান্দার বাসিন্দা সামসাদুল সালাম রুপম জানান, ফরাজিকান্দা এলাকার মৃত মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে সাব্বির রহমান সম্রাট ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) গোল্ডলিফ ব্র্যান্ডের সিগারেটের বিক্রয় প্রতিনিধি। এখানেই তিনি সপরিবারে বসবাস করতেন। গত জুন মাসে তিনি আমাকে জানান, বাজেটে সিগারেটের দাম বাড়বে। তাই আগে থেকে বর্তমান রেটে সিগারেট কিনে মজুত করে রাখলে পরে বর্ধিত দামে বিক্রি করা যাবে। সে অনুযায়ী সিগারেট কিনতে রুপম দুই লাখ ৭০ হাজার টাকা দেন সম্রাটকে।
বন্দরের ১৭ জনের কাছ থেকে সম্রাট এক কোটি ১৭ লাখ টাকা, নারায়ণগঞ্জ শহরের ৮ ব্যক্তির কাছ থেকে এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা নেন। গত ১৫ অক্টোবর সম্রাট সপরিবারে পালিয়ে যান।
ফরাজিকান্দার পাইপ ফিটিংয়ের মিস্ত্রি শফিউল্লাহ আহমেদ মিন্টু জানান, তিনি সম্রাটকে ত্রিশ হাজার টাকা দেন। ১৬ অক্টোবর টাকা দেওয়ার কথা ছিল। এ ব্যাপারে ১৮ অক্টোবর বন্দর থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। তবে বন্দর থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।
গোল্ডলিফ সিগারেটের নারায়ণগঞ্জের ডিস্ট্রিবিউটর জামাল অ্যান্ড কোং এর ম্যানেজার উত্তম কুমার ভৌমিক বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকেও ১৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে সম্রাট। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় মামলা করেছি।

1 day ago
2









English (US) ·