ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন যারা

6 hours ago 7
ইংল্যান্ডের ক্রিকেটে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত এবার স্পষ্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে নতুন কেন্দ্রীয় চুক্তি—যেখানে দুই বছরের জন্য স্থান পেয়েছেন ১৪ জন ক্রিকেটার। ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর এই চুক্তির তালিকায় আছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস, সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুক, জস বাটলার, জো রুট ও আদিল রশিদ। চুক্তির মেয়াদ থেকেই বোঝা যাচ্ছে, স্টোকস ২০২৭ সালের ঘরের মাঠের অ্যাশেজ পর্যন্ত খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরে আসা জোফরা আর্চারও পেয়েছেন দুই বছরের চুক্তি। বিপরীতে, অভিজ্ঞ পেসার মার্ক উড এক বছরের চুক্তিতেই সন্তুষ্ট। সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই জায়গা পাকা করা ওপেনার বেন ডাকেট ও উইকেটকিপার জেমি স্মিথও দীর্ঘ মেয়াদি চুক্তিতে আস্থা পেয়েছেন। মোট ৩০ জনের এই কেন্দ্রীয় চুক্তির তালিকায় নতুন মুখ ছয়জন—জ্যাকব বেথেল, সনি বেকার, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন ও লুক উড। এর মধ্যে ২১ বছর বয়সী তরুণ অলরাউন্ডার বেথেল দুই বছরের চুক্তি পেয়ে বিশেষ নজর কাড়ছেন। তবে তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, টম বেন্টন ও জর্ডান কক্সের মতো ক্রিকেটাররা। বেয়ারস্টোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাকে নতুন করে প্রস্তাব দেওয়া হয়নি। ইসিবির পুরুষ দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘এই বছরের কেন্দ্রীয় চুক্তিগুলো ইংল্যান্ড দলের গভীরতা ও শক্তিমত্তার প্রতিফলন। আমাদের বহুমাত্রিক ক্রিকেটারদের দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে, যাতে তাদের কর্মভার সঠিকভাবে পরিচালনা করা যায় এবং স্থিতিশীলতা দেওয়া যায়। পাশাপাশি হোয়াইট-বল ক্রিকেটারদেরও দীর্ঘ মেয়াদি চুক্তিতে রাখা হয়েছে, যাতে ফ্র্যাঞ্চাইজি ব্যস্ততার মধ্যেও ইংল্যান্ড থাকে তাদের অগ্রাধিকার।’ দুই বছরের চুক্তি পাওয়া ক্রিকেটাররা: জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, জশ টাং এক বছরের চুক্তি: রেহান আহমেদ, সনি বেকার, শোয়েব বশির, জ্যাক ক্রাউলি, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথিউ পটস, ফিল সল্ট, লুক উড, মার্ক উড ডেভেলপমেন্ট চুক্তি: জশ হল, এডি জ্যাক, টম লজ, মিচেল স্ট্যানলি
Read Entire Article