‘ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব’

2 hours ago 5

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ম্যাচ ও ১৩ নভেম্বর নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) রবি আজিয়াটা পিএলসি হামজাকে এক বছরের জন্য তাদের নতুন শুভেচ্ছাদূত ঘোষণা করে। সেই অনুষ্ঠানে ফুটবল নিয়েও কথা বলেন তিনি।

ভারত ম্যাচে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে হামজা বলেন, ‘ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব।’

এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন হামজা। এখানে সাধারণ জনগণ থেকে শুরু করে ভক্তরা যে ভালোবাসা প্রকাশ করেন তা মুগ্ধ করে হামজাকে। বাবা হামজাকে নিয়ে এমন উন্মাদনা নজর এড়ায়নি তার সন্তানদেরও। তারাও বাংলাদেশে ফিরতে চায় বলে জানান লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

হামজা বলেন, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। আমি চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থন সবার সঙ্গে ভাগাভাগি করতে। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার সন্তানেরা বলে, ওরা বাংলাদেশে ফিরতে চায়। ইনশাআল্লাহ, ওরা মার্চে আবার ফিরে আসবে।’

বাংলাদেশকে গর্বিত করতে পেরে আনন্দিত হামজা বলেন, ‘আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন। তাদের হাসি দেখতে পাওয়াটাই আমার আসল প্রাপ্তি। প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারি।’

Read Entire Article