তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

2 hours ago 4

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সামনের বেড়াতে অটোরিকশা লাগাকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত যুবক গোতগাঁও গ্রামের আঙ্গুল মিয়ার পুত্র শামিম মিয়া (৩৫)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সামনে শামীম বেড়া দিচ্ছিলেন। একই এলাকার রবিউল অটোরিকশা নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। অটোরিকশাটি বেড়াতে লেগে ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে শামীম ও রবিউলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ও তার ভাই রাহিম মিয়া এসে শামীম মিয়াকে সুলফি দিয়ে আঘাত করে। শামীমকে ঘটনাস্থল থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। 

গোতগাঁও গ্রামের মেম্বার মজুমদার আলী বলেন, শামিম মিয়া বাড়ির সামনে বেড়া দিচ্ছিলেন। রবিউলের অটোরিকশাটি বেড়াতে আঘাত করে। পরে শামীম ও রবিউলের কথাকাটাকাটি হয়। পরে রবিউল বাড়ি থেকে সুলফি এনে শামীমকে আঘাত করে।
 
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Read Entire Article