ইনস্টাগ্রাম রিলস এখন শুধু বিনোদনের প্ল্যাটফর্ম না ব্যক্তিগত ব্র্যান্ড, ব্যবসা, মিডিয়া, এমনকি ছোট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশাল সুযোগ তৈরি করেছে। কিন্তু ভিডিও তো অনেকেই বানায়, ভিউ বাড়ায় কতজন? আসলে স্মার্ট কিছু কৌশল ব্যবহার করলে রিলের ভিউ, এনগেজমেন্ট আর ফলোয়ার সবই বাড়ানো সম্ভব। যা আপনার আয় আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে।
আসুন কয়েকটি উপায় জেনে নেওয়া যাক-
১. প্রথম ২-৩ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ
রিল স্ক্রল থামাতে প্রথম কয়েক সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে হুক দিন। চমক, প্রশ্ন, সমস্যা-সমাধান বা আকর্ষণীয় ভিজ্যুয়াল দিয়ে শুরু করুন।
২. ট্রেন্ডিং অডিও ও রিলস টেমপ্লেট ব্যবহার
ইন্সটাগ্রামের অ্যালগরিদম ট্রেন্ডিং সাউন্ড/টেমপ্লেট ব্যবহারকারীদের বেশি রিচ দেয়। ইউজ দিজ অডিও দেখলে সেটা কাজে লাগান।
৩. স্পেসিফিক কনটেন্ট তৈরি করুন
সবকিছু নিয়ে নয় নির্দিষ্ট বিষয় নিয়ে কনটেন্ট বানান (ফ্যাশন/ফুড/টেক/ট্রাভেল ইত্যাদি)। যতো পরিষ্কার, অ্যালগরিদম ব্যবহার করবেন ততো ঠিক অডিয়েন্সে ভিডিও পৌঁছায়।
৪. ভিডিও ছোট ও শেয়ারযোগ্য রাখুন
১৫-২০ সেকেন্ডের রিল সহজে সম্পূর্ণ দেখা যায় ও লুপ হয়, এতে ভিউ বাড়ে। টিপস, হ্যাক, ফানি ক্লিপ, মোটিভেশন-যে কনটেন্ট মানুষ সেভ বা শেয়ার করবে সেগুলো বানান।
৫. সঠিক সময়ে পোস্ট করুন
দর্শক যখন অনলাইনে থাকে তখন পোস্ট করুন। সন্ধ্যা ও সপ্তাহান্তে সাধারণত বেশি রিচ পাওয়া যায়। নিজের ইনসাইট দেখলে সেরা সময় বুঝে যাবেন।
৬. আকর্ষণীয় ক্যাপশন ও হ্যাশট্যাগ
ছোট কিন্তু কাজের ক্যাপশন সংক্ষিপ্ত মেসেজ বা সেভ করে রাখুন, ফলো করুন। ৫-১০টি নিছ রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করুন।
৭. নিয়মিত কনটেন্ট পোস্ট ও অ্যানালিটিকস ফলো করুন
নিয়মিত কনটেন্ট দিলে অ্যালগরিদম আপনার অ্যাকাউন্টকে সক্রিয় ধরা শুরু করে। কোন রিল বেশি রিচ পাচ্ছে দেখে সেই টাইপের ভিডিও বাড়ান।
আরও পড়ুন
ইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
টিকটকের জনপ্রিয় ফিচার পাবেন ইনস্টাগ্রামে
কেএসকে/এএসএম

7 hours ago
2









English (US) ·