ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুর রহমান মাহি। সাধারণ সম্পাদক হয়েছেন সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজাদ শিকদার।
রোববার (২৫ মে) বিকেলে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের মাহবুবুর জায়েদ।
‘ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট নগরীর আইএবি মিলনায়তনে এক সম্মেলনে আংশিক তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আজাদ শিকদার।
সম্মেলনে শাবিপ্রবি শাখার সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম।
সম্মেলনে ইসলামী আন্দোলনের বক্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ ও সুষ্ঠু রাজনৈতিক চর্চা নিশ্চিত করার লক্ষ্যে সব ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দ্রুত আয়োজনের জোর দাবি জানান তারা।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম।
নাঈম আহমদ শুভ/এসআর/জিকেএস

5 months ago
59








English (US) ·