প্রশ্ন: ঈদগাহে ব্যাডমিন্টন, ক্রিকেট ইত্যাদি খেলা যাবে কি?
উত্তর: ঈদগাহে খেলাধুলা করা যাবে কি না এ ব্যাপারে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে। একদল আলেমের মতে ঈদগাহ যদি ঈদের নামাজের জন্য ওয়াকফকৃত হয়, তাহলে তার যথাযথ মর্যাদা ও সম্মান রক্ষা করা জরুরি। এ রকম ঈদগাহে খেলাধুলা করা থেকে বিরত থাকতে হবে। কারণ খেলাধুলা ঈদগাহের আদবের পরিপন্থী, ওয়াকফের উদ্দেশ্যেরও পরিপন্থী। প্রয়োজন হলে ঈদগাহের ওপর দিয়ে চলাচল করা যাবে।
আরও পড়ুন:
ব্যাডমিন্টন খেলার জন্য সরকারি বিদ্যুৎ ব্যবহারের বিধান
আরেকদল আলেমের মতে ঈদগাহে খেলাধুলা করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কারণ হাদিসে এসেছে, সাহাবিরা অনেক সময় মসজিদে নববিতেও শরীরচর্চা বা খেলাধুলা করেছেন।
আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি একদিন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেখলাম আমার কক্ষের দরজায় দাঁড়িয়ে আছেন আর কৃষ্ণাঙ্গ যুবকরা অস্ত্র নিয়ে রাসুলুল্লাহর (সা.) মসজিদে খেলছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তার চাদর দিয়ে আড়াল করে দিলেন যেন আমি তাদের খেলা দেখতে পারি। তারপর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার জন্য দাঁড়িয়ে থাকলেন, যতক্ষণ আমি নিজে ফিরে না যাই। ভেবে দেখ অল্প বয়সের বালিকাদের খেলাধুলার প্রতি কত আকর্ষণ থাকে! (অর্থাৎ আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে খেলা দেখেছি, নবীজিও (সা.) আমার জন্য দাঁড়িয়ে ছিলেন।) (সহিহ মুসলিম: ১৯৪৯)
ওএফএফ

3 days ago
5









English (US) ·