এবার বার্সায় আরও বড় দুঃসংবাদ
                    
            
            স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না। এল ক্লাসিকোয় হারের পর এবার বার্সেলোনা পড়ল চোটের দুঃস্বপ্নে। এল ক্লাসিকোতে মাঠে লড়াইয়ের পর ক্লান্ত দেখা গিয়েছিল পেদ্রিকে, কিন্তু পরীক্ষার ফলাফল জানার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ক্লাব সূত্রে জানা গেছে, তার বাঁ-পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে গুরুতর ছিঁড়ধরা ধরা পড়েছে—যার কারণে অন্তত ছয় সপ্তাহ, অর্থাৎ দেড় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ মিডফিল্ডারকে।
এতে শুধু এলচের বিপক্ষে নিষেধাজ্ঞাজনিত অনুপস্থিতিই নয়, পেদ্রি এখন মিস করবেন আরও অন্তত আটটি ম্যাচ—এর মধ্যে আছে ক্লাব ব্রুজ, সেল্টা ভিগো, অ্যাথলেটিক বিলবাও, চেলসি, আলাভেস, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল বেটিসের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইগুলো। একই সঙ্গে স্পেন জাতীয় দলের হয়ে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে না।
এই খবর যেন হানসি ফ্লিকের জন্য এক দুঃস্বপ্নের মতো, কারণ মৌসুমের শুরুতেই তার দল ইতিমধ্যেই ইনজুরিতে জর্জরিত। এখন সবচেয়ে নির্ভরযোগ্য মিডফিল্ড ইঞ্জিন পেদ্রিরও ছিটকে পড়া বার্সার জন্য বড় আঘাত।
পেদ্রি এ মৌসুমে এখন পর্যন্ত বার্সার একমাত্র খেলোয়াড়, যিনি ১,০০০ মিনিটের বেশি খেলেছেন—সব ১৩টি অফিসিয়াল ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। বিশ্রামের সুযোগ পাননি প্রায়, আর সেই অতিরিক্ত চাপই যেন শেষ পর্যন্ত টেনে ধরেছে তাঁকে।
ফ্লিকের জন্য এটি শুধু কৌশলগত সমস্যা নয়, বরং মনস্তাত্ত্বিকও। তার হাতে এখন বিকল্প হিসেবে রয়েছেন ফ্রেংকি দে ইয়ং (যিনি এখনও পুরোপুরি ফিট নন), তরুণ মার্ক কাসাদো এবং আকারে বিশাল প্রত্যাশার ভারে ক্লান্ত দানি ওলমো—যিনি নিজেও সেরে ওঠার শেষ পর্যায়ে।
সব মিলিয়ে, পেদ্রির ইনজুরি বার্সেলোনার মৌসুমে নতুন করে অনিশ্চয়তার মেঘ নামিয়ে এনেছে। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে তিনি ফিরতে পারেন ৯ ডিসেম্বর, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে। কিন্তু তার আগে, লা লিগা ও ইউরোপে বার্সার লড়াই এখন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন।
হয়তো এটিই হবে ফ্লিকের প্রকৃত পরীক্ষা—পেদ্রিবিহীন বার্সাকে আবার কীভাবে চালনা করেন তিনি, সেটিই এখন কাতালোনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু                    
                    
        
        
 1 day ago
                        12
                        1 day ago
                        12
                    








 English (US)  ·
                        English (US)  ·