এলিন-রিজানের লড়াইয়ের পরও বড় হার যুবাদের
খেলা
স্পোর্টস ডেস্ক 2025-11-05আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে টপ ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশের যুবারা। মিডল অর্ডারে কালাম সিদ্দিকী এলিন এবং রিজান হোসেন লড়াই করলেও ১০২ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক যুবারা। সিরিজ ১-১ সমতায় দাঁড়িয়েছে।
বুধবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে আফগান যুবারা ৭ উইকেটে ২৭৫ রান তোলে। দলটির ওপেনার ওসমান সাদাত ২৬ রান যোগ করেন। তিনে নামা উজাইরুল্লাহ নিয়াজাই ৩১ রান করে আউট হন। দলের পক্ষে সর্বাধিক ৬৮ রান করেন চারে নামা অধিনায়ক মাহবুব খান।
জবাব দিতে নেমে ৪৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটার রিফাত বেগ (০), আজিজুল হাকিম (৯) ও জাওয়াদ আবরারকে (২৫) হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে এলিন ও রিজান ৯৩ রান যোগ করেন। রিজান ৫০ বলে ৫২ রানের ইনিংস খেলেন। চারটি ছক্কা ও তিনটি চার মারেন।
এলিন আউট হন অষ্টম ব্যাটার হিসেবে। তার ব্যাট থেকে ৭৯ বলে ৭১ রানের ইনিংস আসে। যশোরের এই ছেলে আটটি চারের সঙ্গে একটি ছক্কার শট খেলেন। পরের কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। বাংলাদেশ যুবা দল ৩৭.২ ওভারে ১৭৩ রানে থামে।
বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন দুই আফগান স্পিনার ওয়াহিদুল্লাহ জাদরান ও জায়তুল্লাহ শাহিন। বাঁ-হাতি শাহিন ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন। জাদরান ৭ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। বাংলাদেশের আল ফাহাদ ও আজিজুল হাকিম ২টি করে উইকেট নেন। ইকবাল হোসেন ইমন ও সামিউর বাশির ১টি করে উইকেট দখল করেন।
© Samakal
16 hours ago
2









English (US) ·