এশিয়ার আর্চারির শীর্ষ পদে বাংলাদেশের চপল

7 hours ago 7
ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান আর্চারির নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সেখানেই ভোট গ্রহণ হয়। ইলেকট্রনিক পদ্ধতির ভোটে ২৯-৯ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে হারিয়েছেন তিনি। টানা পাঁচ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা চুং ইউই-সানের স্থলাভিষিক্ত হবেন চপল। চুং ইউই-সান হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান। ২০০৫ সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই ধনকুবের। পরবর্তীতে টানা পাঁচবার ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী কংগ্রেসে সভাপতি নির্বাচিত হয়েছিলেন চুং ইউই-সান। কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দেশে একসময়কার অপ্রচলিত এ খেলাকে অন্যতম সম্ভাবনাময় হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ এ সংগঠক। সর্বশেষ দুটি অলিম্পিকে যোগ্যতা অর্জন করেই অংশ নিয়েছেন বাংলাদেশের আর্চাররা। এছাড়া এশিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বাংলাদেশের। দেশের আর্চারিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের সামনে এবার এশিয়ান আর্চারিকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।
Read Entire Article