ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে : বাবর

3 hours ago 8
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, কোনোক্রমেই ঐক্য বিনষ্ট করা যাবে না, সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই জনকল্যাণে কাজ করবেন। সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আমরা বিপদগ্রস্ত না হই। শনিবার (১ নভেম্বর) দুপুরে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বাবর বলেন, আপনারা জানেন, দীর্ঘ ৯ মাস ধরে জাতীয় ঐকমত্য গঠন ও জুলাই সনদ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। আশা করি, এ বিষয় অচিরেই দল সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে। আপনারা ধৈর্য ধরবেন, কখনও বিপদগ্রস্ত হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকুন। এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুম আহম্মেদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
Read Entire Article