কাপড় ধোয়ার দিন ঝুড়িতে ময়লা কাপড়ের বিশাল স্তূপ দেখে হতাশ লাগে? তবে আপনি যদি ওয়াশিং মেশিন ব্যবহার করেন, তহলে কাজ অনেকটাই সহজ হয়ে যায়, শুধু মনে রাখতে হবে সহজ কিছু নিয়ম।
অনেকে মেশিনে কাপড় দেওয়ার আগে তাড়াহুড়ো করে শুধু সাদা আর রঙিন কাপড় আলাদা করেন। কিন্তু কাপড় ধোয়ার সময় পানির তাপমাত্রাটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। গরম পানি যেমন কাপড়ের রঙ নষ্ট করতে পারে, তেমনি সূক্ষ্ম কাপড় ছোট হয়ে যেতে পারে বা কোমলতা হারাতে পারে। তাই কিছু কাপড়ের যত্নে দরকার ঠান্ডা পানি।
জেনে নিন কোন কাপড়গুলো অবশ্যই গরম পানিতে না দিয়ে ঠান্ডা পানিতে ধোবেন -
১. সূক্ষ্ম সুতার নরম কাপড়
সিল্ক, সাটিন, লেইস বা নরম কাপড়গুলো সবসময় ঠান্ডা পানিতে ধোয়া ভালো। এতে কাপড়ের ফাইবার অক্ষত থাকে, আকার নষ্ট হয় না। চাইলে হাতে ধুয়ে নিতে পারেন। মেশিনে দিলে ‘ডেলিকেট’ মোডে ঠান্ডা পানি ব্যবহার করুন।

২. গাঢ় রঙের কাপড়
কালো বা গাঢ় রঙের কাপড় গরম পানিতে ধুলে রঙ দ্রুত ফিকে হয়ে যায়। ঠান্ডা পানি রঙ টিকে থাকে এবং অন্য কাপড়ে রঙ ছড়াতে বাধা দেয়। নতুন কাপড় উল্টো করে ধুয়ে নিন, এতে রঙ আরও দীর্ঘস্থায়ী হয়।
৩. সুইমওয়্যার
সুইমস্যুট বা বেথিং স্যুট ঠান্ডা পানিতে ধুলে ফ্যাব্রিকের ইলাস্টিসিটি ঠিক থাকে এবং রঙ নষ্ট হয় না। গরম পানি এগুলোকে ঢিলে করে দিতে পারে।

৪. জিম বা অ্যাথলেটিক পোশাক
এই ধরনের পোশাকে সিনথেটিক ফাইবার থাকে যা ঠান্ডা পানিতে ধুলে ভালো থাকে। গরম পানি এগুলোর ‘ময়েশ্চার-উইকিং’ ক্ষমতা নষ্ট করে দেয়। এসব কাপড়ে ফ্যাব্রিক সফটনার ব্যবহার না করাই ভালো।
৫. জিনস
জিনসের রঙ ও ফিঠিং ধরে রাখতে ঠান্ডা পানিতে ধোয়া সবচেয়ে ভালো। এতে রঙ ফিকে হয় না এবং কাপড় ছোট হয়ে যায় না।

৬. নিট বা উলেন কাপড়
সোয়েটার বা কম্বল জাতীয় নিট কাপড় ঠান্ডা পানিতে ধুলে ফাইবার অক্ষত থাকে। গরম পানিতে এগুলো কুঁচকে যেতে পারে বা নরমভাব হারাতে পারে।
৭. কুঁচকানো কাপড়
যে কাপড় সহজে কুঁচকে যায়, সেগুলো ঠান্ডা পানিতে ধুলে ফাইবার নরম থাকে এবং অল্প আয়রন করা লাগে।

ঠান্ডা পানির আরও উপকারিতা আছে। যেমন - ঠান্ডা পানিতে কাপড় ধুলে বিদ্যুৎ কম খরচ হয়, ফলে বিদ্যুৎ বিলও বাঁচে। কিছু দাগ যেমন চকোলেট, দুধ বা রক্তের দাগ ঠান্ডা পানিতেই ভালোভাবে ওঠে।
তবে তোয়ালে ও বিছানার চাদর গরম পানিতে ধোয়াই ভালো, এতে জীবাণু ধ্বংস হয়। পরিবারের কেউ অসুস্থ থাকলে কাপড় গরম পানিতে ধুয়ে নেওয়া উচিত।
সূত্র: সাউদার্ন লিভিং
এএমপি/এএসএম

1 week ago
3








English (US) ·