শহর হোক কিংবা গ্রাম ধুলাবালি, কাদা, ভাঙা রাস্তায় বাইক চালাতে গিয়ে নোংরা হয়ে যায় খুব দ্রুত। তাই বাইক নির্দিষ্ট কোনো দিনেই ধুতে হবে এমন কোনো কথা নেই। বাইক কতদিন পর পর ধোয়া উচিত এটি নির্ভর করে রাস্তার ধুলাবালি, আবহাওয়া, ব্যবহার, গ্যারেজে রাখা না খোলা জায়গায় রাখা ইত্যাদির ওপর।
তবে সাধারণভাবে মোটরবাইক শহরে হলে ১০ দিনে একবার গ্রামে হলে ৭ দিনে একবার ধুয়ে নেওয়া ভালো। এতে বাইক থাকবে নতুনের মতো। এছাড়া বিভিন্ন ছোটখাট সমস্যাও এড়ানো যায় সহজেই। ধোয়ার সঠিক সময়সূচি এমন হতে পারে আসুন জেনে নেওয়া যাক-
১. স্বাভাবিক সিটি রাইডের জন্য
প্রতিদিন শহরে বাইক ব্যবহার করলে ধুলা, পরিবেশ দূষণ এবং গাড়ির সঙ্গে টকটকে লেবেলযুক্ত রাস্তার ময়লা দ্রুত বাইকের বডি ও যান্ত্রিক অংশে জমে। তাই শহরে সাধারণ রাইডের জন্য প্রায় ১০-১৫ দিনে একবার সম্পূর্ণ ওয়াশ করা উচিত। এতে বাইকের রং, চেইন, ব্রেক ডিস্ক এবং অন্যান্য অংশে ধুলা বা ক্ষুদ্র আঁচড় কম জমে।
২. গ্রামীণ বা ধুলাবালি রাস্তার জন্য
যদি বাইক প্রতিদিন দীর্ঘ রাইডে বা গ্রামীণ, কাঁচা বা মাটির রাস্তা দিয়ে চলতে হয়, তাহলে ধুলা ও কাদা দ্রুত জমে। এতে ব্রেক ডিস্কে ধুলা জমে শব্দ হয়, চেইনের জীবনকাল কমে এবং সাসপেনশন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ৭-১০ দিনে একবার বাইক ধোয়া নিরাপদ।
৩. বর্ষাকালে বা বৃষ্টি পরবর্তী ব্যবহার
বর্ষাকালে রাস্তার কাদা, নোনাপানি ও বৃষ্টির পানি বাইকের ইঞ্জিন, সাইলেন্সার, চেইন এবং বোল্টে জমে মরিচা ধরাতে পারে। এছাড়া ভেজা অবস্থায় ধুলা সহজে জমে এবং যান্ত্রিক পার্টসের ক্ষতি দ্রুত হয়। তাই এই সময়ে বাইক প্রায় ৫-৭ দিনে একবার ধোয়া উচিত।
৪. দীর্ঘ ভ্রমণ বা ট্যুর শেষে
দূরপথে বাইক চালানোর সময় কাদা, বালি, পিচের টার, রাস্তার লবণ এবং মশার রেশমালিকা জমে। এসব বাইকের বডি ও মেকানিক্যাল পার্টকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। তাই ট্যুর শেষে অবশ্যই সম্পূর্ণ ওয়াশ এবং শুকানো জরুরি।
৫. বিশেষ জায়গা ও অংশ পরিষ্কার করা
শুধু বাইকের বাইরের বডি ধোয়া যথেষ্ট নয়। নিয়মিত নিম্নোক্ত অংশগুলো পরিষ্কার রাখা জরুরি: চেইন ও চেইন গিয়ার, ব্রেক ডিস্ক ও ক্যালিপার, রেডিয়েটর ও এয়ার কুলিং ফিন, সাইলেন্সার, চাকা ও হাব, ইঞ্জিনের চারপাশ, প্লাস্টিক বডি ও মাডগার্ড
৬. অতিরিক্ত ধোয়া বা ভুল পদ্ধতি এড়িয়ে চলা
প্রেশার ওয়াশার বেশি ব্যবহার করা, ইলেকট্রিক অংশে পানি ঢোকানো, চেইন ভিজে লুব না দেওয়া এসব পার্টসের ক্ষতি করতে পারে। তাই ধোয়ার পর নরম কাপড় দিয়ে শুকানো এবং চেইন লুব ও সাইলিকন স্প্রে ব্যবহার করা উচিত।
আরও পড়ুন
বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?
বাইকের ‘এবিএস সিস্টেম’ আসলে কী জানেন?
কেএসকে/এএসএম

2 hours ago
4









English (US) ·