রাজধানীর কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিট রোডের পুকুরপাড় এলাকার সড়ক থেকে শাহিন রহমান (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরুল কবির বলেন, আমরা খবর পেয়ে ভোর ৫টার দিকে কলাবাগান থানাধীন ফ্রি স্কুল স্ট্রিটের হাতিরপুল পুকুরপাড়ের পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের কাছে জানতে পারি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান ওই ব্যক্তি। তার মাথা ও মুখমণ্ডলে মারাত্মক আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত শাহিন রহমান ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন কাউন্দিয়া এলাকার আবেদ আলীর সন্তান। বর্তমানে রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন।
কাজী আল-আমিন/এএমএ/জিকেএস

5 months ago
65









English (US) ·