কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

2 hours ago 4

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ গণমিছিল বের হয়। 

স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এক পথসভায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। 

এ সময় তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও জনগণের অধিকার পুনরুদ্ধার করা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করাই আমাদের মূল অঙ্গীকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজাল গাজী।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজী আলাউদ্দিনের কোনো বিকল্প নেই।

Read Entire Article