বিশ্ববরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। মুক্তির ৫৫ বছর পর বড়পর্দায় নতুন আলোয় সিনেমাটি হেসে উঠেছে। সোমবার সন্ধ্যায় ফ্রান্সের কান শহরে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমজমাট আসরে হেঁটে এলেন সিনেমাটির দুই শীর্ষ চরিত্রের অভিনেত্রী- শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল।
কানের লাল গালিচা শর্মিলার সোনালি পাড় সবুজ রেশমি শাড়ির উজ্জ্বলতা ছড়ালো। অন্যদিকে সাদা পোশাকে স্নিগ্ধতা ভাসালেন ‘দুলি’চরিত্রের সিমি। সঙ্গী হলেন সত্যজিৎ অনুরাগী আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসন। আন্তর্জাতিক দর্শকের সামনে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তি পেয়েছিল। যদিও মূল কাহিনিকে কিছুটা নিজের মতো করে সত্যজিৎ তৈরি করে নিয়েছিলেন। নগরকেন্দ্রিক চার যুবকের মনের ভিতরে ঘাপটি মেরে থাকা সাদা আর কালো চিন্তাপ্রবাহ ১১৫ মিনিট নড়াচড়া করে বেড়িয়েছিল পালামৌয়ের জঙ্গলে। সবুজ নয়, সে জঙ্গল তখন প্রবল গ্রীষ্মে জ্বলন্ত। তবু যেন স্নিগ্ধতা ছড়িয়ে যাচ্ছে।
‘অরণ্যের দিনরাত্রি’সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, রবি ঘোষ আর শমিত ভঞ্জের বিপরীতে সেই স্নিগ্ধতারই তিনটি রূপ যেন তুলে ধরেছিলেন শর্মিলা ঠাকুর, কাবেরী বসু এবং সিমি গারেওয়াল। সিনেমাটি ২০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন বিয়ারের পুরস্কারে মনোনীত হয়েছিল।
সিনেমাটি তৈরি হয়েছিল প্রিয়া ফিল্মসের অসীম দত্ত, নেপাল দত্তের প্রযোজনায়। তা সিনেমাটির প্রিন্ট সংরক্ষিত ছিল প্রিয়ার পক্ষ থেকে পূর্ণিমা দত্তের কাছেই। ওয়েস অ্যান্ডারসন এবং সন্দীপ রায়ের উদ্যোগে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, জানুস ফিল্মস, দ্য ক্রাইটেরিয়ন কালেকশনের সহযোগিতায় ল ইম্যাজিন রিট্রোভাটা-তে দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট-এ ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাটি পুনরুদ্ধার করা হয়েছে। এ ক্ষেত্রে আর্থিক ভার বহন করেছে গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন।
- আরও পড়ুন:
৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের
নতুন করে আসছে সত্যজিতের সিনেমা, কান থেকে বিশ্বজুড়ে
সোমবার সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সাদা পোশাকে এসেছিলেন সিমি গারেওয়াল— সত্যজিতের ‘দুলি’। পর্দায়ও সাদা শাড়ি আর রূপদস্তার গয়নায় সেজেছিলেন সাঁওতালি মেয়ে। লাল কার্পেটে তার পাশেই ছিলেন আরেক নায়িকা ‘অপর্ণা’, শর্মিলা ঠাকুর। এ দিনের অনুষ্ঠান মঞ্চে সিনেমাটি উপস্থাপন করবেন ওয়েস অ্যান্ডারসন। বিশ্বজুড়ে তিনি সত্যজিৎ অনুরাগী হিসেবে পরিচিত।
এমএমএফ/জেআইএম

5 months ago
17









English (US) ·