‘কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই’

5 months ago 86

জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ রশিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত রশিদ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে সামনের সারিতে ছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলের যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন রিফাত।

তবে জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রিফাত রশিদ।

বৃহস্পতিবার (৮ মে) ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করেছেন রিফাত রশিদ। এতে তিনি আন্দোলন ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন।

রিফাত রশিদ লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তাহলে আমি মরে যাওয়ার আগে এটলিস্ট ওই অল্প কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই। যারা (অন্তত ওই একজন) ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকেই বিক্রি করে দিয়েছেন।’

তবে রিফাত রশিদ কাকে কালপ্রিট বা বেইমান বলেছেন, পোস্টে অবশ্য তা উল্লেখ করেননি।

রিফাতের এই পোস্টের কমেন্টে অনেককেই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

Read Entire Article