কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

6 hours ago 8

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মারুফ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাছা থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া তারগাছ এলাকার আক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ (২২) কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জামিল (২৪) পেশায় একটি সিগারেট কোম্পানির কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে জামিল বাড়ির সামনের দোকানে বকেয়া বিল আনতে গেলে এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সদস্য রবি, রনি, সাগর, সাব্বিরসহ আরও ৪-৫ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের বেপরোয়া আচরণের প্রতিবাদ করলে জামিলের সঙ্গে রবির বাগ্‌বিতণ্ডা হয়।

আরও জানা গেছে, পরিস্থিতি শান্ত করতে জামিলের বন্ধু মারুফ ঘটনাস্থলে পৌঁছলে গ্যাং সদস্যরা দুজনের ওপরই ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে রবি ও তার সহযোগীরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে তারুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। জামিলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত জামিল বলেন, রবি, রনি, সাগর, সাব্বিরসহ ৮–১০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে সক্রিয়।

গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আহত জামিলের দেওয়া তথ্যের ভিত্তিতে রবি, রনি, সাগর, সাব্বিরসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে।

Read Entire Article