কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

20 hours ago 6

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

কেএইচ এমএএইচ/এমএস

Read Entire Article