কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অভিযান চালিয়ে মাদকসহ এক ছাত্রলীগ নেতা ও তিন শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খানের নেতৃত্বে একটি টিম ৪০৫, ৫০৫ ও ৫১৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে তাদের আটক করে।
আটক চারজন হলেন- সিএসই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের কুবি শাখার সেক্রেটারি পদপ্রত্যাশী ওয়াসিফুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আরিফ আশরাফ, সাইফ হোসাইন জিদনী, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।
হলের একাধিক আবাসিক শিক্ষার্থী জানান, ওয়াসিফুল ইসলাম হলের গাঁজার ডিলার নামে পরিচিত। তাকে প্রায়ই জুনিয়র শিক্ষার্থীদের গাঁজা সরবরাহ করতে দেখা গেছে।
হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, আমরা নিয়মিত অভিযান চালিয়ে থাকি। গত রাতের অভিযান প্রক্টরিয়াল বডি ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে। অভিযানে তিনটি কক্ষ থেকে গাঁজাসহ চার শিক্ষার্থীকে শনাক্ত করি। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে।

 5 months ago
                        172
                        5 months ago
                        172
                    








 English (US)  ·
                        English (US)  ·