কুমিল্লায় আ.লীগের মিছিল, অতঃপর...

1 day ago 6
কুমিল্লার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগে ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।  জানা গেছে, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহার এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা সরকারের পতন ঘটানোর উদ্দেশে তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে এসব মিছিলের আয়োজন করে। অর্থের বিনিময়ে বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করে এবং গাড়ি ব্যবহার করে কুমিল্লা-ঢাকা মহাসড়কে এক মিনিটের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে মুখে মাস্ক বা রুমাল বেঁধে মুখ গোপন করতে দেখা যায়। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও প্ররোচণার মাধ্যমে আত্মগোপনে থাকা কিছু ব্যক্তি এসব কার্যক্রমে ইন্ধন দিচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, রাষ্ট্রবিরোধী ও জননিরাপত্তা বিঘ্নকারী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার অব্যাহত আছে।
Read Entire Article