কুড়িগ্রাম সীমান্ত থেকে রোহিঙ্গাসহ আটক ৩০
                    
            
            কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গাসহ ৩০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বুধবার (৭ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বুধবার ভোররাতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পাঠিয়ে দেয় ৩০ জনকে। রৌমারী বিওপির বিজিবির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। এ ছাড়া রৌমারী থানা পুলিশ তিনজনকে আটক করে।
রৌমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের মধ্য রোহিঙ্গা নাগরিক ২১ ও বাংলাদেশি নাগরিক ৯ জন।                    
                    
        
        
 5 months ago
                        43
                        5 months ago
                        43
                    








 English (US)  ·
                        English (US)  ·