কৃষক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে চাঞ্চল্যকর কৃষক জয়নুর মণ্ডল হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঢাকা র্যাব-১ এর সহযোগিতায় রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন- গোবিন্দহুদা গ্রামের আমির হোসেনের ছেলে সালাম, নজিরের ছেলে আবু হেনা ও শহিদুলের ছেলে ফিরোজ। এরা সবাই ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দহুদা গ্রামের মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপ ও নুরুল হক পেশকার গ্রুপের মধ্যে প্রায় ৫০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে মন্টু গ্রুপের লোকজন মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ নুরুল হক পেশকারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় খাজা মণ্ডল (৫৩), জাহের মণ্ডল (৪৭), দিপু (১৭) ও জয়নুর মণ্ডল (৫৭) গুরুতর জখম হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত কৃষক জয়নুর মণ্ডল একই দিন বিকেলে মারা যান।
ঘটনার পরদিন নিহত জয়নুর মণ্ডলের ছেলে আব্দুস সালাম দামুড়হুদা মডেল থানায় নুরুল হক পেশকারকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকে মূল আসামিরা পলাতক ছিলেন।
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রানা বলেন, হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

7 hours ago
3









English (US) ·