কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিককে জনপ্রিয় অভিনেত্রীর লিগ্যাল নোটিশ

1 day ago 11

সাংবাদিকের বিরুদ্ধে চার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। বিশিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছেন তিনি। এজন্য পাঠিয়েছেন লিগ্যাল নোটিশও। 

বুধবার (০৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক নাঈম হানিফ একটি পডকাস্ট শোয়ে দাবি করেন, সাবা কামার লাহোরের ওয়ালটন এলাকায় যে বাড়িতে একসময় থাকতেন, সেটি নাকি অজ্ঞাত একজন ব্যক্তি দিয়েছিলেন। এই মন্তব্যের পরই শুরু হয় ব্যাপক বিতর্ক।

তবে অভিনেত্রী সাবা কামার ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পডকাস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, আমি কখনো ওয়ালটন এলাকায় থাকিনি। এ ধরনের মন্তব্য একজন মানুষের চরিত্র হননের সমান। এটা গুরুতর অপরাধ।

এরপর সাবা কামারের আইনজীবীরা ওই সাংবাদিক ও সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়। নোটিশে সাত দিনের মধ্যে ভিডিওটি মুছে ফেলার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আদালতের আশ্রয় নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, সাবা কামার পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম সফল অভিনেত্রী। ২০০৫ সালে ‘ম্যায় আওরাত হুন’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় তার। পরবর্তীতে ‘দাস্তান’, ‘মাত’, ‘পানি জাইসা পেয়ার’ এবং ‘বাঘি’ নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মন জয় করেন তিনি।

শুধু টেলিভিশন নয়, বড় পর্দাতেও সমানভাবে সফল সাবা কামার। বলিউডে প্রয়াত অভিনেতা ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ (২০১৭) সিনেমায় অভিনয় করে দুই দেশেই প্রশংসা কুড়ান তিনি।

এছাড়া পাকিস্তানি চলচ্চিত্র ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’-তেও অভিনয় করেছেন সাবা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন মডেল ও উপস্থাপক হিসেবেও সমানভাবে জনপ্রিয়।

Read Entire Article